ঢাকা, রবিবার, ৫ মে, ২০২৪

দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান অসুস্থ,হাসপাতালে ভর্তি

দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। গত তিনদিন ধরে সেখানে চিকিৎসাধীন রয়েছেন তিনি। জানা গেছে, মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তিনি।


এ বিষয়ে প্রথম আলোর অফিসে যোগাযোগ করা হলে প্রথমে অভ্যর্থনা কেন্দ্র থেকে জানানো হয়, বিষয়টি সঠিক নয়। পরে আবার যোগাযোগ করা হয় পত্রিকাটির একজন সিনিয়র সাংবাদিকের সঙ্গে। নাম প্রকাশ না করার শর্তে তিনি জানান, প্রথম আলোর সম্পাদক বেশ কিছুদিন যাবত উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছিলেন। পরে তাকে চিকিৎসার জন্য স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তবে তিনি করোনায় আক্রান্ত হওয়ার তথ্যটি নাকোচ করেন।


১৯৭০ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত একতার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন মতিউর রহমান। ১৯৯২ সালে তিনি দৈনিক ভোরের কাগজ পত্রিকায় যোগ দেন। ১৯৯৮ সাল পর্যন্ত সেখানে সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন।


এরপর ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত দৈনিক প্রথম আলো পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। বর্তমানে এ পত্রিকার সম্পাদকের পাশাপাশি প্রকাশক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

ads

Our Facebook Page